প্রকাশিত: 25/07/2020
জাগো লক্ষী মায়ের দল তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১০নং পদুয়া ইউনিয়নের রাগীশিক মাতৃ সম্মিলনী (রামাস) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।সভাপতি হিরা দে ও সাধারণ সম্পাদক টুম্পা দাশ নির্বাচিত হয়েছেন।
শুক্রবার(২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় ২০২০ ইং উত্তর শ্রী শ্রী জগদ্ধাত্রী মন্দির প্রাঙ্গনে রাগীশিক মাতৃ সম্মিলনী (রামাস) ১০নং পদুয়া ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন প্রকল্পে এক সভা অনুষ্টিত হয়।
সভার শুরুতে শ্রীমদ্ভগবদগীতা পাঠ দিয়ে শুরু করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিপ্লব দে।সঞ্চালনা করেন টুম্পা দাশ। এই কমিটি গঠন করা হয় কাউন্সিলিংয়ের মাধ্যমে।
এই কমিটি গঠন করা হয় ২১ জন বিশিষ্ট সদস্যদের নিয়ে। কমিটিতে অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ-সভাপতি টুম্পা দে(স্টাফ নার্স), যুগ্ম-সাধারন সম্পাদক পূজা দে, সাংগঠনিক সম্পাদক তানিয়া দাশ,সহ-সাংগঠনিক সম্পাদক বিপাসা দেব , অর্থ সম্পাদক টুম্পা দাশ, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক ঊর্মী শীল, সহ-শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মায়া দাশ,সহ-সাস্কৃতিক সম্পাদক স্মৃতি দাশ,প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রত্যাশা দে, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিষা দে,দপ্তর সম্পাদক রাত্রি ধর, কার্য্য নির্বাহী সদস্য বৃষ্টি দে প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া গীতা শিক্ষা কেন্দ্রিয় কমিটির সভাপতি রঞ্জন দে, রাঙ্গুনিয়া গীতা শিক্ষা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিৎ শর্ম্মা,রাঙ্গুনিয়া গীতা শিক্ষা কমিটির মহিলা সম্পাদিকা আন্না বিশ্বাস, উপদেষ্টা শিক্ষক অঞ্জন দাশ, ১০নং পদুয়া ইউনিয়ন গীতা শিক্ষা কমিটির সাংগঠনিক সম্পাদক অপু দে, সহ-সাংগঠনিক সম্পাদক জগদীশ দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক অন্তর শীল, সুব্রত শীল, রাঙ্গুনিয়া গীতা শিক্ষা কমিটি (রাগীশিক) গীতা শিক্ষক ও বিশিষ্ট গীতা পাঠক শিক্ষক সুভাষ শীল। পরিশেষে রামাস গীতা কমিটির সকল সদস্য ও এলাকার গুণীজন ব্যক্তি বর্গের উপস্থিতি ক্রমে এই কমিটি গঠন করা হয়।
আরো ৭জন সদস্যদের পদ খালি থাকা সত্বে তাদের উপযুক্ত অনুযায়ী পদ প্রদান করে ১মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে রাগীশিক কমিটি বরাবর জমা দেয়ার জন্য বলা হয়েছে।