প্রকাশিত: 26/07/2020
নোভেল করোনা ভাইরাস এ মানুষ যখন গৃহবন্ধী ঠিক সেই মুহুর্তে রাঙ্গুনীয়া সার্বজনীন গীতা সংঘ শিব জ্ঞানে জীব সেবার মানসে সবার সহযোগিতায় দরিদ্র নারায়ন সেবা করার সিন্ধান্ত নেয় এবং শুরু থেকে আজ অবধি প্রায়= ৮,৬০,০০০/- (আট লক্ষ ষাট হাজার) টাকার কাজ সমাপ্ত করে। যার বেশির ভাগ অর্থ প্রবাসী বন্ধুদের সহযোগিতায় হয়েছে। তা না হলে রাঙ্গুনীয়া সার্বজনীন গীতা সংঘ একটুকু পথ পাড়ি দিতে পারত না।
১ এপ্রিল ২০২০ থেকে রাঙ্গুনীয়া সার্বজনীন গীতা সংঘের ভালবাসার উপহার পৌঁছানো কাজ শুরু করে গতকাল ২৫ জুলাই ২০২০ পর্যন্ত রাঙ্গুনীয়া সার্বজনীন গীতা সংঘের কাজের পরিমানের কিছু অংশ বিশেষ।
১। ১০৭৫ পরিবারের মাঝে ভালোবাসার উপহার।
২। ৪০০ অনাথ ছেলে মেয়েকে শিশু খাদ্য বিতরণ।
৩। ২৫০ অনাথ ছেলের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ।
৪। ৩ টি মন্দিরে শিশুখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ।
৫। ১ টি অসহায় কন্যাদায়গ্রস্থ মাকে সাহার্য্য প্রদান।
৬। গীতা পাঠক, গীতা প্রশিক্ষক, যন্ত্র শিল্পী ও শিল্পীদের মাঝে নগদ অর্থ ও ভালোবাসার উপহার প্রদান।
এই মানবতার কাজে যারা সংগঠনকে অর্থ ,শ্রম, ও মেধা দিয়ে সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্যতম, শ্রীমতি রিনা চক্রবর্ত্তী, প্রকাশ চক্রবর্ত্তী, রাজীব চক্রবর্ত্তী, সজিব চক্রবর্ত্তী (সাজু) , সুজন চক্রবর্ত্তী, সমর সিকদার, শিল্পী সিকদার, সোমা দত্ত (ঐশী বিউটি পার্লার) শ্রীকান্ত চৌধুরী, অরুপ চৌধুরী, অভি দে, রনি সাহা,অনিমেষ দে,ডাঃ শ্রী অনিল কুমার চক্রবর্ত্তী, ডাঃ শ্রী বন্ধন চক্রবর্ত্তী, সঞ্জয় চক্রবর্ত্তী, সুমন দত্ত, সম্রাট দত্ত, আশীষ মুহুরী, মিল্টন মজুমদার,আকাশ নীল, বিষ্ণু দে ও টিপু দে, অসিম দে, তুলিকা দে (সারদা বিউটি পার্লার), রুবি দে প্রমুখ।
রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের প্রতিষ্টাতা শ্রী টিটু কুমার দত্ত গীতা মায়ের চরণে সবার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও প্রবৃদ্ধি কামনা করেছেন এবং অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন ৷
শ্রী টিটু কুমার দত্ত আরো জানান আগামী দূর্গাপূজায় শিবজ্ঞানে জীব সেবার মানসে 250 অনাথ ছেলেকে পূজার কাপড় ( পাঞ্জাবী, ধুতি, উত্তরিও ) ও ৫০ জন সাধু ( বৈষ্ণব ) কে পূজার বস্ত্র বিতরণ করা হবে। আপনারা সবাই আর্শিবাদ করবেন এভাবে সবসময় রাঙ্গুনীয়া সার্বজনীন গীতা সংঘ যাতে মানবতার কাজ করে যেতে পারে।