শ্রমিকনেতার মুক্তিসহ ঈদ বোনাসের দাবিতে খনি এলাকায় বিক্ষোভ

প্রকাশিত: 26/07/2020

প্লাবন শুভ

শ্রমিকনেতার মুক্তিসহ ঈদ বোনাসের দাবিতে খনি এলাকায় বিক্ষোভ

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির আটক পাঁচ শ্রমিকনেতার মুক্তিরসহ ঈদ বোনাসের দাবিতে খনি এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেছে খনি শ্রমিকরা। 

খনির আবাসিক গেটে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বড়পুকুরিয়া শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আবু সুফিয়ানসহ ৫ শ্রমিক নেতাকে গত শনিবার (২৫ জুলাই) গ্রেফতার করায় আজ রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় শতাধিক খনিশ্রমিক পুলিশি গ্রেফতারের আতঙ্কের মধ্যেই খনির আবাসিক গেটের পশ্চিম-উত্তর এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। 

বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নূর ইসলাম, আটক শ্রমিকনেতা নূর ইসলামের বোন রেণু বেগম, শ্রমিক আবুল কালাম আজাদ ও বিপুল ইসলাম।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, খনি এলাকায় কোন প্রকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট না হয় সেজন্য ১০০ জন পুলিশ খনি এলাকায় মোতায়েন করা হয়েছে। গ্রেফতারকৃত শ্রমিকদের আদালতে সোপর্দ করা হয়েছে। সরকারি কাজে বাঁধাদান, রাস্তা অবরোধসহৃ ভাংচুরের অভিযোগ এনে খনির নিরাপত্তা কর্মকর্তা সৈয়দ ইমাম হোসেন বাদী হয়ে গত শনিবার (২৫ জুলাই) ৪১ জনের নাম উল্লেখসহ সংখ্যা ছাড়াই অজ্ঞাতনামা খনি শ্রমিকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। যার মামলা নং-৩০।  
 

আরও পড়ুন

×