প্রকাশিত: 27/07/2020
রামুতে হাতিসহ বন্যপশু সুরক্ষায় ক্যাম্পেইন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকাল ৫ টায় রামু চৌমুহনী স্টেশনে এ কর্মসূচির আয়োজন করে সেন্টার-ফর এনভায়রনমেন্ট-হিউম্যান-রাইটস এন্ড-ডেভেলপমেন্ট ফোরাম (সিইএইচআরডিএফ)।
'মানুষ বাঁচে আশায়-প্রকৃতি বাঁচে ভালোবাসায়' এ প্রতিপাদ্যে আয়োজিত মানববন্ধননে সাম্প্রতিক সময়ে নির্বিচারে হাতি হত্যার নিন্দা জানানো হয় এবং হাতির আবাসস্থল সৃষ্টির মাধ্যমে সকল বন্যপশুর সংখ্যা হ্রাস ঠেকাতে কার্যকর উদ্যোগ নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
মানববন্ধন চলাকালে স্থানীয় পরিবেশ প্রেমি, সাংবাদিক সহ সংগঠনটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।