প্রকাশিত: 28/07/2020
বিশ্বে করোনা ভাইরাস (কোভিড-১৯) বর্তমান পরিস্থিতি নিয়ে মহা সংকটে পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা যতগুলো জরুরি অবস্থা ঘোষণা করেছে তার মধ্যে সবচেয়ে মারাত্মক ও ভয়াবহ বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস।
সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস জানিয়েছেন, সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণের জন্য এ সপ্তাহেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটির সভা আহ্বান করবেন। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
বিশ্ব স্বাস্থ সংস্থার প্রধান বলেন, কোভিড-১৯ আমাদের দুনিয়া বদলে দিয়েছে। এটি মানুষ, সম্প্রদায় আর দেশগুলোকে ঐক্যবদ্ধ করেছে আবার তাদের বিচ্ছিন্ন হতেও বাধ্য করেছে।