প্রকাশিত: 28/07/2020
রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের অর্থ কেলেষ্কারির প্রথম মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর নাজিব রাজাকের ১২ বছরের কারাদন্ড দিয়েছেন দেশটির আদালত।
কুয়ালালামপুর হাইকোর্টের বিচারক মুহাম্মদ নাজলান মুহাম্মদ ঘাজালি এ রায় ঘোষণা করেছেন। বিচারক বলেন, মামলার ব্যাপারে সমস্ত তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে দেখা যায়, রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন।
বিচারক মুহাম্মদ নাজলান মুহাম্মদ ঘাজালি আরো জানান, আমি অভিযুক্তকে দোষী মনে করি এবং সাতটি অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করছি।
বিশ্বাসভঙ্গ, অর্থপাচার, ক্ষমতার অপব্যবহারসহ সাত ধরনের অভিযোগ আনা হয়েছিল নাজিব রাজাকের বিরুদ্ধে। সবগুলো ধারায়ই সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে দোষী সাব্যস্ত করা হয়েছে।