জোরপূর্বক জমি দখল করার অভিযোগ শেখ কামাল মেম্বারের বিরোদ্ধে।

প্রকাশিত: 30/07/2020

কক্সবাজার প্রতিনিধি

জোরপূর্বক জমি দখল করার অভিযোগ শেখ কামাল মেম্বারের বিরোদ্ধে।

কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত খুরুশকুল ৯ নাম্বার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, শেখ কামাল মেম্বার (বয়স ৩৭) পিতা বাদশা মিয়ার ছেলে ১ নম্বর ওয়ার্ডের খুরুশকুল তেতৈয়া বাসিন্দার। শেখ কামাল মেম্বারের বিরুদ্ধে জমি দখল করার অভিযোগ আছে। অভিযোগকারী জমির মালিক একই ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ড খুরুশকুল তেতৈয়া বাসিন্দা। মোঃ মোকগোল আহমদ (বয়স ১০১) ভাই মোঃ নজির আহমদ, এবং কব্বির আহমদ,বোন মৃত, ছখিনা খাতুন, তারা ৩ ভাই, ১বোন, তাদের পিতা মৃত হাজী লাল মোহাম্মদের, ছেলে মেয়ে, তাদের বাবা মারা গেছে অনেক বছর আগে। মূল জমির মালিক ছিল লাল মোহাম্মদ। মোকগোল আহাম্মদ দাবি করেন, বাবা মারা যাওয়ার পরে, জমির মালিক হয় আমি ও আমার ভাই বোন । শেখ কামাল মেম্বার প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় কারণে , ভুক্তভোগী জমির মালিক পাশে ও যেতে পারে না। শেখ কামাল মৃত, লাল মোহাম্মদের এক ছেলের কাছ থেকে কিছু অংশ, শেখ কামাল মেম্বার ক্রয় করেন। ভুক্তভোগী আরও ৩ জনের ভাগের জমি জোরপূর্বর ক্ষমতার দাপট দেখিয়ে দখল করে ফেলেন শেখ কামাল মেম্বার । দাবি মোকগোল আহমদ ও তার দুই ভাই। জমির কাগজপত্র ঠিক থাকার পরেও জমিতে নামতে পারতেছেনা শেখ কামাল মেম্বারের জন্য। সেখান থেকে গালাগালি ও মারধোর করার হুমকি-ধামকি দিচ্ছেন শেখ কামাল মেম্বার । অভিযোগ পাওয়ার পরে সরোজমিনে গিয়ে দেখা যায়। গাল গাড়ি দিয়ে জমি কে পুকুর খরন করতেছে। এই ব্যাপারে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ করলে সেই কামাল মেম্বার আরো ক্ষিপ্ত হয়ে যায়। ভুক্তভোগী জমির মালিক যারা আছেন, তাদের কাছে সঠিক কাগজ পত্র আছে বলে দাবি করেন মোকগোল আহমদ কাছে জমির যে কাগজ আছে সেই কাগজের মধ্যে সঠিক তথ্য থাকার পরে জমিতে যেতে দেয় না শেখ কামাল মেম্বার। আসল জমির মালিক কে, মোকগোল আহমদ বলেন আমার কাছে জমির যে কাগজ আছে তার কিছু অংশ তুলে ধরলাম। বিএস, খতিয়ান নাম্বার ১২২/৯৫,শতক, খতিয়ান নাম্বার ১২৬/২ফোন ১৩,শতক /এই বিষয়ে এলাকার সাধারণ জনগণ জানান আসল জমির মালিক লাল মোহাম্মদ এর ছেলে মেয়ে। এই ব্যাপারে শেখ কামাল মেম্বার এর কাছ থেকে জানতে চাইলে, তিনি কোন সঠিক তথ্য দিতে পারেনি বলে দাবি এলাকাবাসীর। মানুষ মানুষের জন্য পাশে থাকবে এটাই তো স্বাভাবিক নিয়ম। উন্নয়নের নামে দুর্নীতি করা কি ইউপি সদস্য মেম্বারদের কাজ। সে এলাকার জনপ্রতিনিধি তার মৌলিক দায়িত্ব কত এলাকার সাধারণ জনগণকে সেবা দেওয়া। গরীব দুখী মেহনতী মানুষের খোঁজ খবর রাখা।এখানে আইন চলতেছে উল্টো সচেতন মূলক বাংলাদেশ একজন ভূমি দর্শক ইউপি মেম্বার সাধারণ জনগণের জমি, কি করে দখল করে নিতে পারে। এই বিষয় নিয়ে অনুরোধ করলেন, সরকারের আইন রক্ষক এবংসরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ দৃষ্টি আকর্ষণ করে জানাতে চাই। আপনারা বিষয়টা খতিয়ে দেখবেন।আপনাদের কাছে দাবি ও অনুরোধক্রমে, সরকারি কর্মকর্তার কাছে সহযোগিতা চেয়েছেন। মোকগোল আহমদ ও, কব্বির আহমদ, নজির আহমদ, এবং এলাকাবাসী।

আরও পড়ুন

×