প্রকাশিত: 03/08/2020
ঝিনাইদহকে সন্ত্রাস, মাদক, দুর্নীতিসহ সমস্ত অপকর্ম থেকে রক্ষা করে একটি সুশীল সুন্দর ঝিনাইদহ গড়ে তোলার লক্ষে পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম এর নির্দেশে সদর ওসি মিজানুর রহমান একের পর এক চোক ধাদালো কাজ দেখিয়ে ঝিনাইদহের মানুষকে চমক লাগিয়ে দিয়েছেন। এরই ধারা বাহিকতায় মাদকের পাশাপাশি ঝিনাইদহের সচেতন মানুষের অনুরোধে অভিযান শুরু করেছেন নারীদের সম্মানকে জলাঞ্জলি দিয়ে যারা বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হয়েছেন তাদেরকে উপযুক্ত শাস্তির মাধ্যমে ঘরে ফেরাতে। এতে করে যারা অপকর্মের সাথে লিপ্ত হয়ে গেছেন তাদের ভুল ভেঙ্গে সামনের দিনগুলিতে যেমন সুন্দর ভবিষ্যৎ ফিরে পাবে, তেমনি এদের শাস্তি এবং পরিনতি দেখে নতুন প্রজন্ম এই পেশা থেকে মুখ ফিরিয়ে নেবে।এসমস্ত অপকর্মকে নির্মূল করার লক্ষে সোমবার (২আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি ভ্রাম্যমান আদালতের সাহায্য নিয়ে অভিযান পরিচালনা করে শহরের আলহেরা পাড়ার সাবেক চেয়ারম্যান আবু বক্কারের বাসার ভাড়াটিয়া লাবনীর বাসা হতে থেকে অনৈতিক কাজ চলাকালীন এক খরিদ্দার সহ তিনজন নারীকে আটক করে। আটক কৃতরা হলো, সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মায়াধরপুর গ্রামের আফান উদ্দিনের ছেলে রাসেল হোসেন (২৫), কুমড়াবাড়িয়া ইউনিয়নের লেবুতলা গ্রামের খেলাফত মালিতার মেয়ে ইতি খাতুন (২২), পৌর সভার ৩নং ওয়ার্ডে ছোট কামারকুন্ডু গ্রামের সাগর এর স্ত্রী লাবনী খাতুন (২০), ও নলডাঙ্গা গ্রামের মৃত হারুনের স্ত্রী সোহানা (২৫)।এ বিষয়ে মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্কর বলেন আমি বাসা ভাড়া নিয়েছি, আমার কাছ থেকে ১মাস আগে ওরা ভাড়া নিয়েছে।পরে ভ্রাম্যমান আদালত তাদের কাছ থেকে আর এসমস্ত কাজ না করার সর্তে মুচলেকা সহ অর্থ দন্ড প্রদান করেন।