প্রকাশিত: 04/08/2020
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের কালুর দোকানে মায়ানমার থেকে আসা রোহিঙ্গা ইলিয়াস ২৬ টা অবৈধ গরু বন্টন করার অভিযোগ উঠেছে।
স্থানীয়রা বলেন, রোহিঙ্গা ইলিয়াস ও তার ছেলে হাবিব এইভাবে এলাকার গরীব দুঃখী মানুষের ছবি আইডি কার্ডের ফুটো কফি, এবং লাইনে দাঁড়িয়ে ব্যানার হাতে ধরিয়ে ভিডিও কলে বিভিন্ন দেশে প্রচার করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন।
রোহিঙ্গা ইলিয়াস বলেন, তার ছেলে হাবিবের মাধ্যম সব আসে, কিভাবে আসে কোথা থেকে আসে সে কিছু জানেনা, এভাবে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে আড়ালে কাজ চালিয়ে যাচ্ছেন রোহিঙ্গা ইলিয়াস ও তার ছেলে হাবিব।
অভিযোগ করেন স্থানীয়রা সরেজমিনে গিয়ে জানা যায় রোহিঙ্গা ইলিয়াস পূর্বে থেকে আরসু নামক সংগঠনে সম্পৃক্ত ছিল বর্তমান ও আছে ।
এ ব্যাপারে রামু থানার অফিসার ইনচার্জ আবুল খায়েরের কাছে জানতে চাইলে, তিনি বলেন এ বিষয়ে অবগত ছিলেন না।