প্রকাশিত: 06/08/2020
বৈশ্বিক করোনাভাইরাস প্রতিরোধে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বৃহস্পতিবার বেসরকারি সংস্থা পিস ফোরামের পৃষ্ঠপোষকতায় এবং ডোমার নারী কল্যান সমিতির সহযোগিতায় উপজেলার ১২০০ দিনমজুর ও শ্রমজীবীর মাঝে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
দুপুর তিনটায় উপজেলা পরিষদ চত্বরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজের সভাপতিত্বে আয়োজিত স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়াম্যান মো. আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থ্যা পিস ফোরামের চেয়ারম্যান মো. সারোয়ার ওয়াদুদ চৌধুরী, ডোমার নারী কল্যান সমিতির চেয়ারম্যান সেতারা রেজভী লাকী, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন, ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মাষ্টার, ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম প্রমুখ।
শেষে আনুষ্ঠানিকভাবে ১২০০ দিনমজুর ও শ্রমজীবীর মাঝে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।