প্রকাশিত: 09/08/2020
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে উৎখাতে ব্যর্থ অভ্যুত্থানের দায়ে দুই সাবেক মার্কিন সেনাকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে ভেনিজুয়েলার একটি আদালত।
লিউক ডেনম্যান ও আইরান বেরি নামে মার্কিন বিশেষ কমান্ডো বাহিনীর সাবেক দুই সদস্যকে ওই দণ্ড দেয়া হয়েছে।
চলতি বছরের মে মাসে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে ক্ষমতা থেকে হটাতে সাবেক দুই মার্কিন সেনা চেষ্টা করেছিল। অবশ্য তারা সরকারকে হটাতে পারেনি।
অভিযুক্ত দুই সাবেক মার্কিন সেনা আদালতে এর দায় স্বীকার করেছেন। তারা ভেনিজুয়েলা সরকারের বিরুদ্ধে অভিযান চালাতে চার মাস ধরে প্রচেষ্টা চালিয়েছেন বলে আদালতে স্বীকার করেছেন।
দেশটির সিনিয়র অ্যাটর্নি তারেক উইলিয়াম সাব এক টুইটবার্তায় বলেছেন, আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ায় তাদের ২০ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।