প্রকাশিত: 09/08/2020
টানা ১০০ দিনে নিউজিল্যান্ডে নতুন করে কোন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। দেশটির স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অ্যাশলি ব্লুমফিল্ড বলেন, ১০০ দিন করোনার সংক্রমণ না থাকা একটি উল্লেখযোগ্য মাইলফলক। তবে এতে আমাদের আত্মতুষ্ট হওয়া যাবে না।
দেশটিতে এখন ২৩ জন করোনা ভাইরাস রোগী রয়েছেন। সীমান্ত দিয়ে প্রবেশ করার সময় এদের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়। এরপরই ওইসব করোনা রোগীদেরকে আইসোলেশনে পাঠানো হয়।
নিউজল্যান্ডে এ পর্যন্ত ১ হাজার ২১৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ২২ জন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। দেশটিতে গত ১ মে সর্বশেষ করোনা রোগী শনাক্ত করা হয়।