প্রকাশিত: 09/08/2020
কক্সবাজারের রামু উপজেলার অন্তর্গত জোয়ারিয়ানালা নন্দা খালী তিন নাম্বার ওয়ার্ডের, একটি রাস্তা বিগত ৩০ বছর ধরে সংস্কার করা হয়নি।মাত্র ৩ কিলোমিটার রাস্তা সংস্কার হয়নি বিগত ৩০, বছরে। জোয়ারিয়ানালা টু নন্দা খালী এই রাস্তা ছাড়া বিকল্প কোন রাস্তা নেই। নন্দা খালীর সাধারণ জনগণের জন্য বিকল্প কোন রাস্তা না থাকায়, চলাফেরার করার জন্য খুবই কষ্ট হয় বলে জানান সাধারণ জনগণ। নির্বাচন আসলে ইউপি সদস্য যারা আছে তারা আশ্বাস দিতেন, আমরা যদি নির্বাচনে জয় লাভ করি তাহলে সর্বপ্রথম এই নন্দা খালির রাস্তা সংস্কার করা হবে। এমন কথা বলে নির্বাচনের সময় ভোট আদায় করে থাকেন। ভোটের পরের দিন থেকে রাস্তা সংস্কারের তো দূরের কথা,তাদেরকে পাওয়া যায় না, ভোটের আগের দিন দেওয়া কথা, ভোটের পরের দিন ভুলে যাই, এই আমাদের ইউপি সদস্যদের কান্ড, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তারা নিজেদের পার্সোনাল কাজে ব্যস্ত থাকে, নন্দা খালীর মানুষের আসার দিন তো আর শেষ হয় না। এভাবেই চলে যায় বিগত ৩০, টি বছর। নন্দা খালীর এই রাস্তা দিয়ে চলাফেরা করার সময় দেখা যায়,অনেক ভাঙ্গাচুরা এবং বড় বড় গর্ত হয়ে গেছে, সেইখানে বৃষ্টিতে রাস্তার দুই পাশের মাঠে নেমে গিয়ে গাড়ি চলাচলের উপযোগী নেই। তারপরেও কিভাবে চলাফেরা করেন সাধারন জনগন। সেখানে বসবাস করেন ১০, থেকে ২০, হাজার উপরে সাধারণ জনগণ। কোন অসুস্থ মা যদি গর্ভবতী হয় তাকে হাসপাতালে নিয়ে আসতে নন্দা খালির রাস্তা দিয়ে কত যে কষ্ট হয় সেটা একমাত্র সেই বুঝবে যে অসুস্থ আছেন। মানুষ মানুষের জন্য পাশে থাকবে এটাই তো স্বাভাবিক নিয়ম। কিন্তু নন্দা খালি মানুষের জন্য কোন ইউপি সদস্য এখনো পর্যন্ত, এই রাস্তা সংস্কার করার জন্য এগিয়ে আসেনি। নন্দা খালির মানুষদের একটাই দাবি, একটাই চাওয়া,একটাই স্বপ্ন, কখন সংস্কার করা হবে এই রাস্তাটি, কে পূর্ণ করবে এই দাবি জানিয়ে দিলেন জনতার মাঝে নন্দা খালীর সাধারণ জনগণের। এলাকাবাসীর অনেক অনুরোধ রয়েছেন সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনারা নন্দা খালীর রাস্তার বিষয়টা জানলে একটু খতিয়ে দেখবেন। সুবিধাবঞ্চিত এলাকার মানুষদের পাশে এসে দাঁড়াবেন,এবং তাদের কি লাগবে, তাদের কি প্রয়োজন তাদের চাওয়া-পাওয়া কি, তাদের পুরনো রাস্তার কাজ পুরনো করে দেওয়ার অনুরোধ নন্দা খালীর সাধারণ জনগণের। নন্দাখালীর মানুষ আজ কৃষি কাজ ছাড়া, আর কোন কাজ নেই। তাদের আয় রোজগারের করার জন্য বিকল্প কোন পথ নেই। ধন্যবাদ সবাইকে