প্রকাশিত: 11/08/2020
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ’গোবিন্দগঞ্জ ইসলামিক দাওয়াহ এ্যান্ড রিসার্চ সেন্টারের’ (গিডরেক) উদ্যোগে অসহায় বানভাসি মানুষদের মাঝে দ্বিতীয় দফায় ত্রাণ বিতরণ সম্পন্ন হয়েছে।
গতকাল সোমবার (১০ আগস্ট) উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের ধন্দিয়া গ্রামে গিডরেক চেয়ারম্যান জনাব ফজলে রাববির উপস্থিতিতে সংগঠনের সদস্যরা এই ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। ৪৫ টি পরিবারকে তারা এই ত্রাণ সহায়তা প্রদান করেন।
এ সময় গিডরেক চেয়ারম্যান জনাব ফজলে রাববি বানভাসি মানুষদের উদ্দেশ্যে বলেন, নিঃসন্দেহে এই দুর্যোগ আল্লাহর তরফ থেকে একটি পরীক্ষা।
একদিন এই সংকট হয়তো কেটে যাবে, কিন্তু আমরা এই অবস্থায়ও যদি ধৈর্য ও সহিষ্ণুতার পরিচয় দিয়ে আল্লাহ প্রদত্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, তাহলে এর বিনিময়ে আল্লাহ আমাদের ভালো কিছু দেবেন ইনশাআল্লাহ।
এছাড়াও তিনি সমাজের বিত্তবান শ্রেণিকে অসহায় বানভাসি মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ভবিষ্যতেও এতদঞ্চলের বানভাসি মানুষদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, এর আগে গত বুধবার (৫ আগস্ট) উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের খলসী চাঁদপুর গ্রামে ’আদ দাওয়াহ’ ফাউন্ডেশনের সৌজন্যে ৮০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করে গোবিন্দগঞ্জ ইসলামিক দাওয়াহ এ্যান্ড রিসার্চ সেন্টার।