কক্সবাজার শহরে রাস্তার উপরে হাটু সমতুল্য পানি, ড্রেনে জমে আছে ময়লা-আবর্জনা

কক্সবাজার শহরে রাস্তার উপরে হাটু  সমতুল্য পানি, ড্রেনে জমে  আছে ময়লা-আবর্জনা

কক্সবাজারে আজ অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে। রাস্তার উপরে হাটু সমতুল্য পানি হতে দেখা যায়। চট্টগ্রাম টু কক্সবাজার হাইওয়ে মহাসড়ক সড়কটির নির্মাণাধীন কাজ চলতেছে।লিংক রোড হয়ে, টার্মিনাল পর্যন্ত, টার্মিনাল হয়ে,ঝাওতালাও কলাতলী পর্যন্ত। কক্সবাজারের লিং রোড হয়ে উপজেলা পর্যন্ত  উপজেলা থেকে টার্মিনাল পর্যন্ত। এ রাস্তা দিয়ে চলাফেরা করার সময় আজ অনেক দুর্ঘটনা হতে দেখা যায়। প্রতিবছর এই বৃষ্টির দিনে পানির ভোগান্তির শেষ হয় না। রাস্তার উভয় পাশে ড্রেনের ময়লা আবর্জনা জমে থাকার কারণে পানি যাতায়তের সমস্যা হতে দেখা যায়। বৃষ্টি হওয়ার ফানি যাতায়াতের রাস্তা পরিষ্কার না থাকার কারণে এই সমস্যা হয় বলে দাবি পথচারী বিভ্রান্ত হওয়া লোকজন। রাস্তার উপরে পানিবন্দি হওয়ার কারণে বড় বড় গর্ত এবং পানি জমাট হয়। পথচারীর দাবি করলেন ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগেই থাকে সময়মতো কাজে পৌঁছাতে পারেনি বলে দাবি। শহরের ভেতরে, বিডিআর ক্যাম্পে কালুরদোকান পর্যন্ত এবং বার্মিজ মার্কেট হয়ে বড়বাজার পর্যন্ত। একটু বৃষ্টি হলেই ডুবে যায় এই রাস্তা, একাধিকবার সংস্কার করা হলেও পরিপূর্ণতা সংস্কার করা হয় না। শহরের ভেতর অনেক ব্যবসায়ী ভাইদের দোকানপাট ও বাড়িঘরে পানি ঢুকতে দেখা যায়।

আরও পড়ুন

×