প্রকাশিত: 16/08/2020
রাঙ্গুনিয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, চট্টগ্রাম জেলা পরিষদ'র অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ৩ মাস মেয়াদী মুঠোফোন মেরামত প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে।
আজ রোববার (১৬ আগস্ট) সকালে এই উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভা উপজেলার পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সহকারী প্রোগ্রামার জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
স্বাগত বক্তব্য দেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল আলম। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদা।
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন প্রশিক্ষণার্থী মো. আলমগীর, উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের মো. ইমরান, খোরশেদ আলম প্রমুখ। আলোচনা শেষে ২০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ২০টি মুঠোফোন, এ্যাভোমিটার ও টুল বক্স বিতরণ করা হয়।