প্রকাশিত: 16/08/2020
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মেনে গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন করায় অর্থদন্ড আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (১৬ আগষ্ট) দুপুরে উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া সরকারি কলেজ ফটক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ বিধি অনুযায়ী ১৬ জনের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম। সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি না মেনে গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। অভিযানের সময় গণপরিবহনে অতিরিক্ত যাত্রী পরিবহন ও মাস্ক না পরায় ১৬ জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম বলেছেন, মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এই অভিযান চলবে