প্রকাশিত: 17/08/2020
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এলিট নামের একটি বিলাসবহুল হোটেলে দেশটির সশস্ত্র সংগঠন আল-শাবাবের অস্ত্রধারীদের বন্দুক ও বোমা হামলায় ১৭ জন নিহত হয়েছেন।এছাড়া আহত হয়েছেন আরও অনেক মানুষ।
সোমালিয়া সরকারের মুখপাত্র মুখতার ওমর জানান, গতকাল রোববার রাতে হোটেলটিতে থাকা লোকজনকে জিম্মি করে রাখে বন্দুকধারীরা। পরে তাদের উদ্ধারে আইনশৃংখলা বাহিনী সেখানে যায়। এ সময় দুপক্ষের মধ্যে ৩ ঘণ্টা গোলাগুলি হয়। এ সময় আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।
সোমালিয়ার তথ্য মন্ত্রণালয় থেকে জানান, উদ্ধার অভিযানে হোটেলে আটকে পড়া লোকজনকে দ্রুত বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জঙ্গি সংগঠন আল-কায়দার সহযোগী সংগঠন হিসেবে পরিচিত আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।