সুদানে ভয়াবহ বন্যায় নিহত ৬৫

প্রকাশিত: 17/08/2020

নিজস্ব প্রতিবেদন :

সুদানে ভয়াবহ বন্যায় নিহত ৬৫

সুদানে টানা বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৫ জনের মৃত্যু হয়েছে। বন্যার তোড়ে ভেসে গেছে ১৪ হাজার বাড়িঘর। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৩০ হাজারের বেশি মানুষ।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

সৃষ্ট বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশটির রাজধানী অঞ্চল খার্তুম, ব্লু নীল এবং রিভার নীল স্টেট। জানা গেছে টানা প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় পূর্বাঞ্চলীয় গাদারিফ প্রদেশের দুটি স্বর্ণখনিতে আটকা পড়ছেন প্রায় দুই হাজার শ্রমিক।

সুদানে মানবিক সহায়তা সমন্বয়কারী জাতিসংঘের কার্যালয় থেকে দেয়া হিসাবে জানানো হয়েছে, এবারের বন্যার কারণে সুদানে দেশজুড়ে কমপক্ষে ১৪টি স্কুল ধসে পড়েছে। এছাড়া হয় দূষিত নয়তো অকার্যকর হয়ে পড়েছে দেশটির এক হাজার ৬০০ এর বেশি বিশুদ্ধ পানির উৎস।

আরও পড়ুন

×