প্রকাশিত: 19/08/2020
সেনা অভ্যুত্থানে আটক পশ্চিম আফ্রিকার দেশ মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বোউবাকার কেইতা পদত্যাগ করেছেন। টেলিভিশনে দেয়া এক ভাষনে তিনি সরকার ও পার্লামেন্ট বিলুপ্ত বলে ঘোষণা করেছেন।
পদত্যাগের পর প্রেসিডেন্ট ইব্রাহিম বোউবাকার কেইতা বলেন, আমাকে ক্ষমতায় রাখার জন্য দেশে কোনরকম রক্তপাত হোক, সেটা আমি চাই না।
এর আগে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বোউবাকার ও প্রধানমন্ত্রী বোউবোউ সিসেকে রাজধানী বামাকোরে একটি সামরিক ক্যাম্পে নিয়ে যায় বিদ্রোহী সৈনিকরা।এ ঘটনার নিন্দা জানিয়েছে ওই অঞ্চলের অন্য দেশ ও ফ্রান্স।
উল্লেখ্য, ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় বারের মতো বিজয়ী হন ইব্রাহিম কেইতা।কিন্তু দুর্নীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও সাম্প্রদায়িক সহিংসতা বেড়ে যাওয়ায় তার ওপর অনেকের ক্ষোভ তৈরি হয়।