প্রকাশিত: 19/08/2020
কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত ঝিলংজা খুরুলিয়া ইউনিয়ন পরিষদের ৯, নম্বর ওয়ার্ডের এম ইউপি সদস্য শরিফ উদ্দিন মেম্বারের কে, হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে আসামি করা হয়েছে। অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার চেষ্টা, গত কিছুদিন আগের ঘটনা, নবী হোসেন নামের এক ব্যক্তিকে মাদকসহ ধরে পুলিশের হাতে তুলে দিলেন জনতা, মাদক ব্যবসায়ী নবী হোসেন পুলিশ নিরাপত্তায় হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সেখানে মাদক ব্যবসায়ী নবী হোসেন মৃত্যুবরণ করেন, সেই ঘটনায় কেন্দ্র করে শরিফ উদ্দিন মেম্বারের কে মিথ্যা মামলা দিয়ে আসামি করে হয়রানি করা হয়েছে। হয়রানিমূলক এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য মানববন্ধন করেন খুরুলিয়ার সাধারণ জনগণ।এই মানববন্ধনের জনতার ঢল। খুলিয়ার সাধারণ মানুষ দাবি করেন জনপ্রিয় ইউপি সদস্য শরিফ উদ্দিন মেম্বারের এই ঘটনায় জড়িত ছিল না, উনার কোন অপরাধ নেই দাবি করেন এলাকার সাধারন জনগন। শরিফ উদ্দিন মেম্বার এর আগের কোন অপরাধ ছিল না। উনাকে ষড়যন্ত্রমূলক ফাঁসানো হয়েছে, উনার ভালো কাজের মূল্য কি এইটাই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে মান ক্ষুন্ন করতেছেন। শরিফ উদ্দিন মেম্বারের কি করে, উনার কাজ কি, উনি কেমন মানুষ, সেটা যাচাই করার জন্য, খুরুলিয়া বাজারের এসে যাচাই করলে আপনারা বুঝতে পারবেন, শরিফ উদ্দিন মেম্বার কেমন মানুষ । উনি ৯, নাম্বার ওয়ার্ডের জনপ্রিয় একজন ইউপি সদস্য, কোন মাদক ব্যবসায়ী যদি সমাজে বসবাস করে থাকেন তাকে ভালো পরামর্শ দিতেন। সেখানে কোন মাদক ব্যবসায়ী যদি গণপিটুনিতে মারা যায় তাহলে সেটা কি একজন ইউপি সদস্য উপরে এসে পড়বে, জানতে চাইলেন জনতা। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার একটাই কথা, অপরাধ যেই করুক না কেন শাস্তি তার পেতেই হবে। সেই দলের হোক না কেন। আসল অপরাধীদেরকে ধরে আইনের আওতায় আনতে হবে। সেইখানে একজন ইউপি সদস্য শরিফ উদ্দিন মেম্বারের কে কেন আসামি করা হলো। জানতে চাইলেন খুরুলিয়া বাসী। দাবি রেখেছেন প্রশাসনিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ঘটনাটি সুস্থ ও নিরপেক্ষ তদন্ত করে আসল অপরাধীদের আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং নির্দোষ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন খুরুলিয়া সাধারণ জনগণ। মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এলাকাবাসী।