প্রকাশিত: 20/08/2020
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে হাজার হাজার বজ্রপাতে ৩৬৭টি পৃথক স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় লাখো মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
গতকাল বুধবার শত শত বজ্রপাতের ঘটনায় বহু বাড়ি আগুনে পুড়ার পাশাপাশি দমকল বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন পাইলটও নিহত হয়েছেন।গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে ক্যালিফোর্নিয়ায় এটি সবচেয়ে বেশি বজ্রপাতের ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্টি এন্ড ফায়ার প্রটেকশনের মুখপাত্রজানিয়েছেন, মঙ্গলবার রাতে ও বুধবার ভোররাতে ‘এলএনইউ কমপ্লেক্স’ আগুনের গুচ্ছ প্রায় বাধাহীনভাবে ফায়ারফিল্ড ও নিকটবর্তী ছোট শহর ভ্যাকাভিলের আশপাশে পাহাড় ও পর্বতের ৪৬ হাজার একর এলাকা পুড়িয়েছে।
ক্যালিফোর্নিয়ায় চলতি সপ্তাহে ৭২ ঘণ্টা সময়ের মধ্যে প্রায় ১১ হাজার বজ্রপাতের ঘটনা নথিবদ্ধ করা হয়েছে।