লক্ষ্মীপুরে মেঘনার অস্বাভাবিক জোয়ারে ব্রীজ  বিধ্বস্ত ও ব্যাপক ক্ষতি 

লক্ষ্মীপুরে মেঘনার অস্বাভাবিক জোয়ারে ব্রীজ  বিধ্বস্ত ও ব্যাপক ক্ষতি 

মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। অমাবস্য়ার প্রভাবে বৃহস্পতিবার দুপর থেকে মেঘনা নদীর জোয়ারের পানি অ-স্বাভাবিক বাভে বৃদ্ধি পায়। দুপুরে প্রোবল স্রোতের তোড়ে কাদির পন্ডিতের হাট উচ্চ বিদ্য়ালয় সংলগ্ন (লরেঞ্চ মতির হাট সড়ক ) হাজীরোডের ডাকাতিয়ার পোল বিধ্বস্ত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।  এতে দু’উপজেলার নিন্মাঞ্চলীয় এলাকার প্রায় অর্ধলাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। জোয়ারের স্রোতে অনেক কাঁচাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানাযায়। রাস্তাঘাট ও পুল-কালভার্ট বিধ্বস্ত হয়ে অভ্যন্তরীন কয়েকটি সড়কে যোগাযোগ ব্যবস্থা বিঘ্ন সৃষ্টি হয়েছে  ।
অমাবস্য়ার প্রভাবে বৃহস্পতিবার দুপর থেকে মেঘনার জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে পাঁচ থেকে ছয় ফুট বেড়ে যায়। বেড়ীবাঁধ না থাকায় এতে নদীর তীরবর্তী কমলনগর উপজেলার মতিরহাট, নাছিরগঞ্জ, কাদির পন্ডিতেরহাট, চরজগবন্ধু, মাতাব্বরহাট, লুধুয়া ফলকন ও পাটারীরহাট এবং রামগতি উপজেলার বালুরচর, সুজনগ্রাম, জনতা বাজার, মুন্সীরহাট, সেবাগ্রাম, চরআলগী, বড়খেরী, চরগাজী, চরগজারিয়া, চর মুজাম্মেল ও তেলিরচর এলাকা পানির নিচে তলিয়ে যায়। পানিতে প্লাবিত হয় মতিরহাট, নাছিরগঞ্জ, কাদির পন্ডিতের হাট, পাটারীরহাট, লুধুয়া বাঘারহাট, মুন্সীরহাট, জনতা বাজার ।এতে করে অনেক দোকানঘরের মালামল নষ্ট হয়ে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতিগ্রস্ত হয় , কয়েক কিলোমিটার কাঁচা ও পাকা সড়কের ব্যাপক ক্ষতি হয়।
এদিকে ওই সব এলাকায় রান্নার চুলা পানিতে ডুবে থাকায় লোকজন চরম খাদ্য সঙ্কটে ভুগছেন। 
কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্য়ান মেজবা উদ্দিন আহম্মদ বাপ্পি জোয়ারে প্লাবিত এলাকা তিনি পরিদর্শন করেছেন।

আরও পড়ুন

×