টেকনাফ ও কক্সবাজার সদর থানার নবনিযুক্ত দুই ওসি কে প্রত্যাহার

প্রকাশিত: 21/08/2020

দিদারুল আলম জিসান।  

টেকনাফ ও কক্সবাজার সদর থানার নবনিযুক্ত দুই ওসি কে প্রত্যাহার

টেকনাফ ও কক্সবাজার সদর থানার দুই নবনিযুক্ত ওসিকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স এর এক আদেশে এই প্রত্যাহার করা হয়। পার্সোনাল ম্যানেজমেন্ট-২ এর সহকারি মহাপুলিশ পরিদর্শক আবদুল্লাহিল বাকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

টেকনাফ থানার ওসি মো. আবুল ফয়সলকে এপিবিএন এবং কক্সবাজার সদর থানার ওসি মো. খায়রুজ্জামানকে শিল্প পুলিশে বদলি করা হয়।

উল্লেখ্য অবসরপ্রাপ্ত মেজর রাশেদ সিনহা হত্যার ঘটনায় টেকনাফ থানার ওসি প্রদীপ বরখাস্ত হলে এ পদটি ফাঁকা হয়। পরবর্তীতে কুমিল্লার চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল প্রদীপ দাসের স্থলাভিষিক্ত হন।

এদিকে কক্সবাজার সদর থানা হাজতে এক ইয়াবা ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় বরখাস্ত হন ওসি শাহজাহান কবির। পরবর্তীতে থানার বর্তমান ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামানকে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেয়া হয়। তবে এখন পর্যন্ত কী কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি

আরও পড়ুন

×