প্রকাশিত: 22/08/2020
লক্ষ্মীপুরের কমলনগরের চর কালকিনির মতিরহাট এলাকায় পানিবন্দি পরিবারে তরকারির পাতিল থেকে বিষধর সাপের কামড়ে সমিরুন নেছা (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকালে চিকিৎসা না পেয়ে মারা যান তিনি। মারা যাওয়া গৃহবধূ ওই এলাকার আবদুল কাদেরের (৪৩) এর স্ত্রী।
স্থানীয়রা জানান, অস্বাভাবিকভাবে মেঘনার জোয়ারে পানিবন্দি হয়ে পড়ছিলো ওই এলাকার বাসিন্দারা। জোয়ারের পানির সঙ্গে ভেসে আসা সাপ ঘরে ঢুকে পড়ে এবং একপর্যায়ে রান্না করা তরকারির পাতিলে আটকা পড়ে যায়। রাতে সন্তানদের নিয়ে খেতে গিয়ে তরকারি পরিবেশন করার সময় পাতিল থেকে বেরিয়ে ছোবল মারে বিষধর সাপটি।
জোয়ারের পানিতে সড়ক ভেঙে যাওয়ায় তাৎক্ষণিকভাবে গৃহবধূকে হাসপাতালে নেয়া সম্ভব না হলেও চিকিৎসা দেন স্থানীয় এক কবিরাজ। গৃহবধূর এতে দেহে বিষক্রিয়া রোধ করা সম্ভব না হওয়ায় পরদিন সকাল ৯টায় মারা যান তিনি।