প্রকাশিত: 23/08/2020
রাঙ্গুনিয়া উপজেলার ৫নং পারুয়া ইউনিয়নের অন্তর্গত সাহাব্দীনগর একতা সংঘের উদ্যেগে ২১ ,২২,ও ২৩ আগস্ট শুক্র ,শনি ও রবিবার ৩ দিন ব্যাপী বিভিন্ন মাঙ্গলীক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়৷
২১ আগস্ট সারাদিন ব্যাপী অনুষ্ঠান মালায় ১ম পর্বে শুভ অধিবাস, মাস্ক বিতরন, এবং ২য় পর্বে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷বিশিষ্ট সমাজ সেবক, সনাতনী পৃৃষ্টপোষক বাবু রতন দাশ গুপ্ত মহোদয় শুভ উদ্ভোধন করেন, সভাপতিত্ব করে সংগঠনের সভাপতি শ্রী মিঠুন দাশ গুপ্ত৷
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং পারুয়া ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব জাহেদুর ইসলাম তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পারুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জনাব মো. একতেয়ার উদ্দিন, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মো. ইব্রাহীম খলিল, মহিলা ইউপি সদস্য জয়শ্রী মল্লিক, আলোচনা করেন বাবু কাঞ্চন চক্রবর্তী, পৌরহিত্যে শ্রী বিমল চক্রবর্তী, স্বাগত আলোচনা করেন সংগনের সাধারন সম্পাদক শ্রী রাজীব নন্দী, আলোচনা করেন সহ সভাপতি শ্রী রাসেল চক্রবর্তী, অর্থ সম্পাদক লোটাস নন্দী, সহ অর্থ সম্পাদক পলাশ নন্দী ,সদস্য সর্বশ্রী টিসু নন্দী, টিপু নন্দী, সৌরভ দাশগুপ্ত , রবিন দাশ গুপ্ত , রিদয় নন্দী (১) রিদয় নন্দী (২) ,তুষার নন্দী ,রুবেল নন্দী প্রমুখ৷
এরপর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ ধর্মীয় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়৷২২ আগস্ট রোজ শনিবার শ্রী শ্রী গণেশ পূজা এবং পবিত্র গীতা পাঠ পরিবেশিত হয়, পবিত্র শ্রী মদ্ভগবদগীতা পাঠ করেন শিকারপুর গৌরাঙ্গ বাড়ি গীতা বিদ্যাপীঠের অধ্যক্ষ শ্রী প্রেম দাস বাবাজী (প্রদীপ দে)৷সংগীত এবং কৃৃষ্ণতত্ব আলোচনা করেন শ্রী শ্রীকান্ত চৌধুরী৷
কিবোর্ডে ছিলেন শ্রী রাতুল বৈদ্য, মৃৃদঙ্গে শ্রী অপু দেবনাথ৷ রাতে আরতির পর মনোজ্ঞ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়, সংগীত পরিবেশন বিশিষ্ট সংগীত শিল্পী বাংলাদেশ বেতার ও টিভি শিল্পী বিশিষ্ট সংগীত শিক্ষক শ্রী রাতুল বৈদ্য ,বাবু উত্তম বড়ুয়া, রিমু নন্দী, শিমু নন্দী প্রমুখ৷ চট্টগ্রামের দূর্গা সাউন্ড এন্ড ব্যান্ড এর ব্যানারে যন্ত্রশিল্পী ছিলেন, নাইম, সেলিম ধীমান অঞ্জন প্রমুখ৷ আলোক সজ্জায় ছিলেন জমির ইভেন্টস, আলোকচিত্র গ্রহনে সমীর মালাকার ৷