বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যু ৮ লাখ ছাড়িয়েছে

প্রকাশিত: 23/08/2020

নিজস্ব প্রতিবেদন :

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যু ৮ লাখ ছাড়িয়েছে

বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মোট মৃত্যুর সংখ্যা আট লাখ ছাড়িয়েছে। ভয়াবহ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই কোটি ত্রিশ লাখের বেশি মানুষ।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য (আজ রবিবার) অনুযায়ী, বাংলাদেশ সহ বশ্বিজুড়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আট লাখ ৭০২ জন।একই সময় বিশ্বব্যাপী মোট করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২ কোটি ৩০ লাখ ১৫ হাজার ৬৫৮ জন।

করোনায় মৃত্যুর তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন যুক্তরাষ্ট, দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে এক লাখ ৭৫ হাজার ৬৭৪ জন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিল, দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে এক লাখ ১৩ হাজার ৩৫৮ জন। তৃতীয় স্থানে রয়েছেন মেক্সিকো, দেশটিতে মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৬১০ জন।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বরে চীনের উহান শহরে সর্বপ্রথম করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়।

আরও পড়ুন

×