প্রকাশিত: 24/08/2020
দক্ষিণ কোরিয়ার চ্যাং সং-মিন নামের ওই সাবেক কূটনীতিক সম্প্রতি একটি দাবি করেছেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উং এখন কোমায় রয়েছেন। আর এমন অবস্থায় ক্ষমতায় বসতে যাচ্ছেন তার বোন।
চ্যাং সং-মিন দক্ষিণ কোরিয়ার সাবেক রাষ্ট্রপতি কিম দায়ি জুংয়ের সহযোগী ছিলেন। তিনিই সম্প্রতি দাবি করেন, কিম জং উন কোমায় থাকলেও এখনো মারা যাননি। তবে এরইমধ্যে রাষ্ট্র পরিচালনায় তার বোন কিম ইয়ো জংকে দায়িত্ব দেয়া হয়েছে।
এর আগেও বেশ কয়েকবার কিম জং উনের মৃত্যুর ও ভয়াবহ অসুস্থতার কথা পশ্চিমা গণমাধ্যমে প্রচারিত হয়েছিল। তবে প্রতিবারই তাকে কিছুদিন পরই সুস্থ্য অবস্থায় রাষ্ট্র পরিচালনা করতে দেখা যায়।
প্রায়ই গণমাধ্যম ও মানুষের থেকে দূরে থাকার অতীত রয়েছে কিমের। প্রতিবারই তার শারীরিক অবস্থা নিয়ে গল্প রটে বিভিন্ন গণমাধ্যমে। তাই দক্ষিণ কোরিয়ার কূটনীতিকের এই দাবি সত্যি কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।