প্রকাশিত: 26/08/2020
মিয়ানমারের আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ছয় রাজনীতিবিদকে অযোগ্য ঘোষণা করছে দেশটির সরকার। তাদের বিরুদ্ধে অভিযোগ তাদের জাতীয় পরিচয়পত্রে সমস্যা রয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাসকারীর অধিকাংশই মুসলমান। ২০১৭ সালের দিকে রাষ্ট্রীয় মদদে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর গণহত্যা ও ব্যাপক নির্যা
তন চালানো হয়, ফলে লক্ষ লক্ষ মুসলমান সেদেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয়।
আগামী ৮ নভেম্বর মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এক ডজন রোহিঙ্গা মুসলমান আবেদন করে। এরমধ্যে অর্ধডজন সদস্যকে অযোগ্য ঘোষণা করে।
মিয়ানমারের সরকারি কর্মকর্তাদের দাবি, এসব রাজনীতি নেতাদের তাদের নাগরিক প্রমাণে ব্যর্থ হয়েছেন অর্থাৎ তাদের বাবা-মা মিয়ানমারের নাগরিক ছিলেন না। মিয়ানমারের নির্বাচনী আইন অনুযায়ী প্রার্থীর মা-বাবাকে মিয়ানমারের নাগরিক হওয়া বাধ্যতামূলক।
আবদুর রশীদ নামে একজন প্রার্থী দাবি করেন, সরকারিভাবে যেসব কাগজপত্র চাওয়া হয়েছে, তার সমস্ত কাজগপত্র সরবরাহ করার পরও তার প্রার্থীতা বাতিল করা হয়েছে।