শার্শায় ভ্রাম্যমাণ আদালতের ২ লক্ষ টাকা জরিমানা আদায়

শার্শায় ভ্রাম্যমাণ আদালতের ২ লক্ষ টাকা জরিমানা আদায়

যশোরের শার্শায়  অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে শাহিন হোসেন (৪০) নামে এক অবৈধ বালু উত্তোলনকারীকে ২ লক্ষ টাকা জরিমানা এবং তার দুইটি বালুর মেশিন পুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। সহযোগিতায় ছিল পুলিশ বিভাগ। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ জরিমানা করা হয় তাকে। শাহিন হোসেন বসন্তপুর গ্রামের মৃত: রবিউল ইসলামের ছেলে।

বুধবার (২৬শে আগস্ট) দুপুরে উপজেলার নিজামপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলন করার অভিযোগে এ জরিমানা করা হয়েছে। এসময় বালি উত্তোলনের কাজে ব্যবহারিত যন্ত্রপাতি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরো জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আরও পড়ুন

×