হুথি বিদ্রোহীদের সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা

প্রকাশিত: 31/08/2020

আন্তর্জাতিক ডেস্ক:

হুথি বিদ্রোহীদের সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা

সৌদি আরবের বিমানবন্দরে আবারো ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ড্রোন হামলা চালিয়েছে। খবরে বলা হয়, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব যে আগ্রাসন চালিয়ে আসছে তার বিরুদ্ধে প্রতিশোধ নিতেই এই হামলা।

সৌদি নেতৃত্বাধীন আরব জোট ড্রোন হামলার স্বীকার করেছে এবং তাদের দাবি, তারা বিস্ফোরক বোঝাই একটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে এই হামলার কড়া নিন্দা জানিয়েছে আরব পার্লামেন্ট।

সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, সৌদির আবহা বিমানবন্দরের আকাশ থেকে ড্রোনটি ভূপাতিত করা হয়। তবে ড্রোনের কিছু অংশ বিমানবন্দরের উপরে পড়লেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।

গত মাসেও ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের দক্ষিণাঞ্চলে জিজান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ তেল কমপ্লেক্সে ড্রোন হামলা চালায়।

সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্র দেশ ২০১৫ সালের মার্চ থেকে দারিদ্রপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে আসছে। গত প্রায় এক বছর যাবত ইয়েমেনের হুতিরা এ আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন

×