ভারতের আরও এক সৈন্য নিহত, লাদাখ সীমান্ত আবারও উত্তপ্ত

প্রকাশিত: 02/09/2020

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের আরও এক সৈন্য নিহত, লাদাখ সীমান্ত আবারও উত্তপ্ত

ভারত-চীন দুটি প্রতিবেশি দেশ এবং দুটি দেশের সঙ্গে প্রায় ৪ হাজার ৩৮৮ কিলোমিটার এলাকাজুড়ে সীমানা রয়েছে। গত ১৫ জুন লাদাখ সীমান্তে দুই বাহিনীর সংঘর্ষে ভারতের অন্তত ২০ সেনা নিহত হয়। তবে ঐ ঘটনায় চীনের হতাহতের সংখ্যা উল্লেখ করেনি দেশটি।

এমন পরিস্থিতির মাঝেই আবারও লাদাখ সীমান্তে চীনের সেনাদের সঙ্গে সংঘর্ষে ভারতের বিশেষ বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার তিব্বতের এক সংসদ সদস্যের উদ্ধৃতি দিয়ে এতথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান।

তিব্বতের নির্বাসিত সংসদ সদস্য নামগিয়াল দোলকার লাগিয়ারি বার্তা সংস্থা এএফপিকে জানান, শনিবার রাতে সংঘর্ষে তিব্বতিয়ান বংশোদ্ভুত এক ভারতীয় সৈন্য নিহত হয় এবং এসময় স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের (এসএফএফ) আরও এক সদস্য আহত হয়।

তবে বরাবরের ন্যায় এবারও এখন পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে দেশটির কোন সৈন্য নিহত হওয়ার খবর দেয়নি। ভারত সরকার এসএফএফে'র কার্যক্রম সম্পর্কেও কোন মন্তব্য করেনি।

আরও পড়ুন

×