প্রকাশিত: 02/09/2020
ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ বলেছেন, ইরানের সীমানার মধ্যে শত্রুর যে কোনো উড়ন্ত বস্তু চিহ্নিত করে আকাশেই ধ্বংস করার সক্ষমতা রয়েছে ।
আজ বুধবার আকাশ প্রতিরক্ষা বাহিনীর নতুন কয়েকটি সাফল্য উন্মোচনের সময় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, অতীতের মতো এ বছরেও এই বাহিনী নানা সাফল্য অর্জন করেছে। তবে সব অর্জন গণমাধ্যমে তুলে ধরা সম্ভব নয়। সাবাহি ফার্দ আরও বলেন, আকাশ প্রতিরক্ষা বাহিনীর কাছে এমন কিছু প্রযুক্তি রয়েছে, যা ব্যবহারের পর শত্রুপক্ষ হতভম্ব হয়ে পড়বে। সেগুলো আমরা প্রয়োজনের সময় অবশ্যই ব্যবহার করবো।
গত ২৯ আগস্ট ইরানে জাতীয় প্রতিরক্ষা দিবস পালিত হয়। এ উপলক্ষে এখনও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তারই অংশ হিসেবে আজ কয়েকটি সাফল্য উন্মোচন করা হয়েছে।