দেনার দায়ে জর্জরিত আমেরিকা

প্রকাশিত: 03/09/2020

আন্তর্জাতিক ডেস্ক:

দেনার দায়ে জর্জরিত আমেরিকা

চলতি অর্থ বছরে যুক্তরাষ্ট্রের দেনার পরিমাণ এতই বেড়ে যায় যে, যা আমেরিকার সামগ্রিক অর্থনীতির সমপরিমাণ। যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন নাজুক অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি হয়নি দেশটি। দল-নিরপেক্ষ কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও) উদ্বেগজনকভাবে এতথ্য প্রকাশ করেন।

সিবিও জানায়, করোনা মহামারি আকারে দেশে ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণে সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করার ফলে পুরো অর্থনীতিতে বাজে প্রভাব পড়ে।

সিবিও-এর তথ্যানুযায়ী, ২০২০ সালের শেষে যুক্তরাষ্ট্রের দেনার পরিমাণ দাঁড়াবে জাতির অভ্যন্তরীণ উৎপাদনের ৯৮ শতাংশের সমান। গত অর্থ বছরে দেনার পরিমাণ ছিল অভ্যন্তরীণ উৎপাদনের ৭৯ শতাংশ।

তারা আশংকা প্রকাশ করছে, সামনের বছর সরকারের দেনার পরিমাণ যুক্তরাষ্ট্রের অর্থনীতির আকারকে ছাড়িয়ে যাবে। ফলে সরকারের বার্ষিক বাজেট ঘাটতি সর্বকালের রেকর্ড ছাড়াবে ।

চলতি অর্থ বছর (৩০ সেপ্টেম্বর পর্যন্ত) বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৩.৩ ট্রিলিয়ন ডলারের প্রায় সমপরিমাণ, যা গত অর্থ বছরের চেয়ে তা তিনগুণ বেশী।

উল্লেখ্য, সাম্প্রতিকালে ট্যাক্স কর্তন এবং সরকারি ব্যয় বিপুল পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ঘাটতির পরিমাণ অকল্পনীয় আকার ধারণ করছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, আমেরিকার সরকার প্রতি বছর ৪ ট্রিলিয়ন ডলার ব্যয় করে থাকে বিভিন্ন উন্নয়ন কর্মসূচী এবং সেবামূলক কাজে। গত মার্চ থেকে করোনার কারণে তিন ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে রিলিফ হিসেবে। এ অর্থের বড় একটি অংশ ব্যয় করা হয় ব্যবসা-বাণিজ্য ঘুরে দাঁড়ানোর জন্যে এবং বেকার ভাতা হিসেবে।

আরও পড়ুন

×