প্রকাশিত: 03/09/2020
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ত্রাণের সহায়তা দিতে ফলোয়ারদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। টুইটার কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ত্রাণের সহায়তার জন্য ফলোয়ারদের প্রতি আহ্বান জানিয়ে মোদির টুইটার অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি টুইট করা হয়েছিল। অবশ্য পরবর্তীতে মোদির অ্যাকাউন্ট থেকে এসব টুইট সরিয়ে ফেলা হয়।
টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই ধরণের কর্মকান্ড সম্পর্কে অবহিত এবং মোদির টুইটার অ্যাকাউন্ট নিরাপদ রাখতে তারা বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। উল্লেখ্য, গত জুলাই মাসে বিশ্বজুড়ে সুপরিচিত বেশ কয়েকজন ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার পর এবার মোদির অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা ঘটলো।
গত জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রার্থী জো বাইডেন এবং টেক বিলিয়নিয়ার এলন মাস্ক-এর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল।