লক্ষীপুরে ইউপি সদস্যর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে প্রবাসী স্ত্রী 

প্রকাশিত: 03/09/2020

লক্ষ্মীপুর প্রতনিধি:

লক্ষীপুরে ইউপি সদস্যর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে প্রবাসী স্ত্রী 

লক্ষীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের ৬নং ওর্য়াডে জাহেদা বেগম নামের এক প্রবাসীর স্ত্রী স্থানীয় এক ইউপি সদস্যর ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এ ঘটনায় গত ৩১ আগস্ট (সোমবার) নিরাপত্তা চেয়ে প্রবাসীর স্ত্রী বাদী হয়ে লক্ষীপুর সিনিয়র জুডিশিয়িাল ম্যাজিস্ট্রেট আদালতে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, ইউপি সদস্য আমিন পাটোয়ারী ও তার ছেলে সাকিল, তার শালা রুবেল, আবদুল মতিনের ছেলে মামুন, ছিদ্দিক মিয়ার ছেলে ফয়েজ। অভিযোগ ও প্রবাসীর স্ত্রী সূত্রে জানা যায়, জাহেদা বেগমের স্বামী বাবুল মুন্সি র্দীঘ ২২বছর থেকে প্রবাসে থাকেন, তার তিন ছেলেও প্রবাসী। ইউপি সদস্য আমিন পাটোয়ারী, ছেলে সাকিল, শালা রুবেল,মামুন, ফয়েজ  প্রতনিয়িত হুমকি ধামকি দিচ্ছে প্রবাসীর স্বামী, ছেলেদেরকে। দেশে আসলে খুন করে ফেলবে। তাকে অশ্লীল ভাষায় গাল-মন্দ করে। তাদের ভয়ে নিজ এলাকা থেকে পালিয়ে অন্য এলাকায় আত্মগোপনে করে আছে প্রবাসীর স্ত্রী। বিবাদী সাকিল ও তার মামা রুবেলসহ অন্যরা ফসেবুকে বিভিন্ন ফেক আইডি ব্যবহার করে প্রবাসীর স্ত্রী ও তার পরিবারের লোকজনকে হুমকি ও মানহানিকর পোস্ট কর।

এ বিষয়ে ইউপি সদস্য আমিন পাটোয়ারী বলেন, এরকম কোন ঘটনায় ঘটেনি। তার ছেলেরা প্রবাসে থেকে আমাদের নামে বিভিন্ন অনলাইন ফেসবুক স্ট্যাটাস দিয়েছে। আমরাও রায়পুর থানায় জিডি করেছি।
 

আরও পড়ুন

×