প্রকাশিত: 03/09/2020
লক্ষীপুরের কমলনগরে ভূমি হস্তান্তর, ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, আদায় ও দাখিলার প্রয়োজনীয় বিষয়ে সচেতনামুলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।কমলনগর ইউআরসি প্রশিক্ষণ কেন্দ্রে (১লা সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর) ৩ দিন ব্যাপী প্রশিক্ষনের অয়োজন করেন কমলনগর উপজেলা প্রশাসন।
দ্বিতীয় দিন সকালে উপজেলা ইউআরসি ট্রেনিং সেন্টারে ভূমি উন্নয়ন প্রকল্প ও স্থানীয় সরকার বিভাগ এ প্রশিক্ষণের আয়োজন করেন।জেলা ই-নামজারি প্রশিক্ষক মো. মাকসুদুর রহমান, কমলনগর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মানিক, প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইউছুফ আলী মিঠু,সাংবাদিক মুছাকািলমুল্লাহ,আমানত নাসির মাহমুদ বিএস-সি সহ বিভিন্ন মিডিয়া কর্মীরা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষনে জানান,ভূমি নামজারি এখন সরাসরি অনলাইনের মাধ্যমে মাত্র ১১৭০ টাকায় করা যায়। কোন রকম দালাল ছাড়াই এটি করা যাবে। ই-নামজারি করতে খতিয়ান, দলিল, ভূমি কর রশিদ এবং ব্যাক্তির ছবি ও এনআইডি কার্ড লাগবে। এছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সংযুক্ত করে ই-নামজারি করা যায়। ই-নামজারি জমির মালিকানা শর্তে খুবই গুরুত্বপূর্ণ।