রামু রশিদ নগর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে মসজিদের বৃহৎ কবরস্থান গেইটের নির্মাণ কাজ উদ্বোধন।

রামু   রশিদ নগর  ইউনিয়ন  যুবলীগের উদ্যোগে  মসজিদের বৃহৎ  কবরস্থান গেইটের নির্মাণ কাজ উদ্বোধন।

কক্সবাজারের রামু রশিদ নগর ইউনিয়নের পানির ছড়া,

 আজ শুক্রবার জুমার নামাজের পরে মসজিদের কবরস্থানের নতুন রূপে  গেইটের   নির্মাণ কাজ উদ্বোধন করলেন এলাকার যুবলীগের নেতারা ও মসজিদ কমিটি এবং এলাকার সাধারন জনগন।রশিদ নগরের 
 বৃহত্তর পানিরছড়া ০৮ নং ওয়ার্ডে অবস্তিত রশিদ নগর ইউনিয়নের সর্ব বৃহৎ কবরস্হান গেইটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মোনাজাত অনুষ্টিত হয় উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন রশিদ নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি এস এম হেলাল উদ্দিন,
 সাধারন সম্পাদক মুবিনুর রহমান, 
সহ সভাপতি নবী আলম নকীব, সহ সভাপতি নুরুল আলম ইমন ক্রীড়া সম্পাদক এনামুল হক যুবনেতা রুসনত তাহের যুবনেতা তানজিল এনাম সেচ্ছাসেবকলীগ রশিদ নগর নেতা হাজ্বী নুরু কবরস্থান কমিটির সভাপতি হান্নান ছিদ্দিকি ও জানে আলম সহ আওয়ামিলীগ নেতা ইছমত তাহের, ও জিয়া এলাকার জনসাধারণ।
ওই এলাকার যুবলীগের  সাধারণ সম্পাদক  মুবিনুর রহমান এলাকাবাসীকে জানিয়েছেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর সে আল্লাহর ঘরের জন্য সার্বক্ষণিক সহযোগিতা করে যাবে বলে জানিয়েছেন।এই একটা ভালো কাজের উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী ও মসজিদ কমিটি গুরুত্ব সহকারে বলেন এলাকার যেকোনো উন্নয়নের জন্য এগিয়ে আসেন যুবলীগের নেতারা।  মসজিদের প্রকৃতি সুন্দরের জন্য যা করতে হয় সবকিছু করার জন্য প্রস্তুত রয়েছেন যুবলীগের নেতারা। এলাকায় সুপরিচিত উন্নয়নের জন্য সার্বক্ষণিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন  যুবলীগের সাধারণ সম্পাদক মিবনুর রহমান, এই মহৎ ব্যক্তিদের কে নিয়ে এলাকাবাসী জানিয়েছেন এলাকার যে কোন কাজে নিয়োজিত থাকেন বলে দাবি করেন পানির ছড়া সাধারণ জনগণ।  রামু রশিদ নগর যুবলীগের উদ্যোগে যেই মসজিদের  গেইটের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে সে কাজ অতি দ্রুত শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন যুবলীগের নেতারা।

আরও পড়ুন

×