প্রকাশিত: 05/09/2020
লক্ষ্মীপুর সদরে চররমনীমোহন ইউনিয়নে চুরির দায়ে চোরের কাছ থেকে মুছলেখা নেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় চোর আমির হোসেন। এ মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে চররমণী মহন ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানব বন্ধনে বক্তব্য রাখেন,এড মোস্তাফিজুর রহমান সবুজ, দুলাল উদ্দিন মোল্লা, স্বপন মেম্বর, শাহজান মেম্বার, নুরুল আমিন বাচ্চু, দেলোয়ার হোসেন ভূঁইয়া, সফিক হোসেন বাবর,কাজী রেদোয়ান, আলা উদ্দিন, আদনান মাহমুদ, প্রমুখ।
মানববন্ধনে বক্তরা জানান, আমির হোসেন একজন প্রসিদ্ধ চোর। সে গত ২৩ আগস্ট নুরুল আমিন বাচ্চুর ঘরে চুরি করার জন্য মই দিয়ে উঠার সময় এলাকার লোকজন আমিরকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে ৫ নং ওয়ার্ডের স্বপন মেম্বারের হাওলা করে। চোর আমির রাতে চকিদারের পাহারায় থাকে। সকাল বেলায় চেয়ারম্যান আবু ইউচুফকে খবর দিলে তিনি মেম্বারের বাড়িতে যান। চোরের স্ত্রী তার স্বামীকে ছেড়ে দিতে চেয়ারম্যানেরর কাছে অনুনয় - বিনয় করলে আর কখনও চুরি করবে না, এই মর্মে মুচলেখা নিয়ে চোরকে ছেড়ে দেয়। এলাকার একটি কুচক্রী মহল পূর্বে শত্রুতার জের ঘটনার ৬ দিন পরে আমির হোসেনকে দিয়ে চেয়ারম্যান, মেম্বার সহ ৮ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা করে। বুধবার ভোররাতে পুলিশ জুলহাস, দেলু মুন্সী ও সাইজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে।
এলাকাবাসী মানববন্ধন করে প্রশাসনে কাছে সুষ্ঠ তদন্তের মাধ্যমে চোরের বিচার করে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান।