যুক্তরাষ্ট্রে নির্বাচনে মেইল ভোট শুরু

প্রকাশিত: 05/09/2020

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে নির্বাচনে মেইল ভোট শুরু

আগামী ৩ নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের অংশ হিসেবে দেশের বিভিন্ন শহরে এরই মধ্যে মেইল ভোটের কার্যক্রম শুরু হয়েছে।  গত শুক্রবার থেকে নর্থ ক্যারোলিনা রাজ্য থেকে এই ভোটের কার্যক্রম শুরু হয়।


এদিকে নির্বাচনের আগ মূহুর্তে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে সংঘাত ছড়িয়ে পড়ার কারণে ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি শংকার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে ডেমিক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন সরকার পরিচালনায় ট্রাম্পের ব্যর্থতা মার্কিন জনগণের নিকট তুলে ধরেছেন।

ইতিমধ্যে নর্থ ক্যারোলিনায় মেইল ভোটের জন্য ৬০ লাখের বেশি ব্যালট পাঠানো হয়েছে। গত ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে নির্বাচনে এক চতুর্থাংশ ভোট পড়েছিল মেইলে। এবার করোনা ভাইরাসের কারণে মেইল ভোটার সংখ্যা গতবারের তুলনায় বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।

আরও পড়ুন

×