প্রকাশিত: 08/09/2020
সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানায়।
ইরানপন্থী হুতি বিদ্রোহীদের এক সামরিক মুখপাত্র বলেন, আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে তাঁরা একাধিক ড্রোন হামলা চালিয়েছেন। হুতিদের ভাষ্য, গত রোববার কয়েক দফায় চালানো এই ড্রোন হামলায় আবহা আন্তর্জাতিক বিমানবন্দর কয়েক ঘণ্টার জন্য অচল হয়ে যায়।
হুতি বিদ্রোহী পরিচালিত আল মাসিরাহ টিভিতে বলা হয়, ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলার জবাবে এই ড্রোন হামলা চালানো হয়। সৌদি জোট দাবি করেছে, তারা হুতিদের ড্রোন হামলা ঠেকিয়ে দিয়েছে। হুতিদের ড্রোন ধ্বংস করা হয়েছে।
আবহা আন্তর্জাতিক বিমানবন্দরটি সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে অবস্থিত। প্রদেশটির রাজধানী আবহা। ইয়েমেনে ২০১৪ সাল থেকে গৃহযুদ্ধ চলছে। দেশটির একটা অংশ হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। ২০১৫ সালে ইমেয়েনে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি জোট।