তুরস্ককে গ্রিসের হুশিয়ারি, উত্তেজনা চরমে

প্রকাশিত: 08/09/2020

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্ককে গ্রিসের হুশিয়ারি, উত্তেজনা চরমে

তুরস্ক ও গ্রিসের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। গত শনিবার রিসেপ তাইয়েপ এরদোগান গ্রিস আলোচনা টেবিলে না বসতে চাইলে তাদের বেদনাদায়ক অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে হুমকি দিয়েছিলেন।

এমন উত্তপ্ত পরিস্থিতিতে এবার গ্রিস থেকে পাল্টা হুমকি আসলো। তারা জানিয়েছে তুরস্কের বিরুদ্ধে তারা প্রস্তুত এবং সেলক্ষ্যে তারা তাদের বন্ধুপ্রতীম দেশগুলো থেকে সামরিক সহায়তাও বৃদ্ধি করছে।

এ ব্যাপারে সোমবার গ্রিস সরকারের মুখপাত্র স্টেলিয়স পেতসাস বলেছেন, তুরস্কের নেতারা প্রতিনিয়ত তাদের সীমা ছাড়িয়ে যাচ্ছেন এবং তারা যুদ্ধের হুমকি দিয়ে গ্রিসকে ক্ষেপিয়ে তুলছেন। আমরা তুরস্ককে রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিকভাবে জবাব দিতে প্রস্তুত। আমাদের সার্বভৌমত্ব রক্ষায় তাদের বিপক্ষে যা করা দরকার, তা করতে আমরা প্রস্তুত। আমাদের সামরিক বাহিনীর সাঁজসরঞ্জাম বৃদ্ধি করতে বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×