আরেকটি ’নিষ্ঠুর শুদ্ধি অভিযান’ শি জিনপিংয়ের 

প্রকাশিত: 09/09/2020

আন্তর্জাতিক ডেস্ক:

আরেকটি ’নিষ্ঠুর শুদ্ধি অভিযান’ শি জিনপিংয়ের 

চীনের সশস্ত্র বাহিনী ভারত সীমান্তে আগ্রাসন চালাতে গিয়ে কঠোর প্রতিরোধ মোকাবিলা করেছে। এতে বিরক্ত হয়েছেন দেশটির একনায়ক প্রেসিডেন্ট শি জিন পিং। ব্যর্থতার মাশুল দিতে হবে তার বাহিনীকে। প্রেসিডেন্ট শি তার বাহিনীতে তাই ‘আরেকটি নিষ্ঠুর শুদ্ধি’ অভিযান শুরু করতে যাচ্ছেন। ‘নিক্কি এশিয়ান রিভিউ’র সাম্প্রতিক এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, ভারতীয় সেনা মোকাবিলায় চীনের গণবাহিনী (পিএলএ) যেভাবে লড়েছে তাতে শি খুবই অসন্তুষ্ট। তাই, তিনি ওই বাহিনীর শীর্ষ নেতাদের ছাঁটাই করতে চাইছেন। এ ছাড়া সামনের দিনগুলোয় তিয়েন আনমেন স্কোয়ারের গণঅভ্যুত্থানের মতো গণঅসন্তোষের আশঙ্কায় তিনি নার্ভাস। মিলিটারিকে সরাসরি তার কমান্ডে এনে নিয়ন্ত্রণ করবেন শি। 

নিক্কি রিভিউতে জুন মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, লাদাখে যখন হাতাহাতি যুদ্ধে চীনা সৈন্যরা ভারতীয় সেনাদের কাছে মার খাচ্ছিল শি জিন পিং তখন তার ৬৭তম জন্মদিন উদযাপন করছিলেন। তার সৈন্যদের 'বেইজ্জতি'র খবরে তিনি মর্মাহত হয়েছিলেন।

আরও পড়ুন

×