লক্ষ্মীপুরে নির্মাণাধীন স্কুলের ছাদ ধসে আহত ৩

লক্ষ্মীপুরে নির্মাণাধীন স্কুলের ছাদ ধসে আহত ৩

লক্ষ্মীপুরের রামগতিতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণাধীন ভবনের ছাদ ধ্বসে পড়েছে। এ সময় কর্মরত তিন নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছে। আহতদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, নির্মাণ শ্রমিক মান্নান (২৩), রাকিব হোসেন (২৫) সহ তিনজন। মঙ্গলবার দুপুরে উপজেলার চর বাদাম ইউনিয়নের কারামতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

সূত্র জানায়, কারিগরী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ‘টিকেআইবি জেবি ৮৭’ নামীয় ঢাকার ঠিকাদারী প্রতিষ্ঠান ২০১৮ সালের আগষ্টে লক্ষ্মীপুরের রামগতিতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজ শুরু করে।

স্থানীয়দের অভিযোগ, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণে নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এছাড়া চাদ ঢালাইয়ে ব্যবহৃত সেন্টারিং কাজে ক্রটি ছিলো। ফলে ঢালাই চলাকালীন সময়ে ছাঁদ ধ্বসে পড়ে। তারা জানান, শিক্ষা প্রকৌশলীর অধিদপ্তরের খামখেয়ালী এবং তদারকির অভাবে এ ধরণের দুর্ঘটনা ঘটেছে। প্রতিদিন সেখানে দেড় শতাধিক শ্রমিক কাজ করেন। বড় ধরণের দুর্ঘটনা থেকে বেঁচে গেছে সেখানে কর্মরত অনেক শ্রমিক। 

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মোমিন জানান, নির্মাণাধীন ভবনের ছাদ ধ্বসে দুই জন আহত হয়। তবে কেউ নিহত হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার ঠিকাদারী প্রতিষ্ঠান এবং দায়িত্বরতদের গাফিলতি থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×