প্রকাশিত: 09/09/2020
আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে গ্রিসের সবচেয়ে বড় শরণার্থী শিবির। লেসবোস দ্বীপে ঘনবসতিপূর্ণ শরণার্থী ক্যাম্প মরিয়া ফ্যাসিলিটির সেই শরণার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে। আগুনে বেশ কয়েকজন আহত হয়েছে।
ওই শরণার্থী শিবিরে প্রায় ১৩ হাজার অভিবাসী ছিলেন যা শিবিরের ধারণক্ষমতার চারগুণের চেয়েও বেশি। অগ্নিকাণ্ডের পর তাদের সরিয়ে নেওয়া হয়েছে।
করোনাভাইরাস সম্পর্কিত বিধিনিষেধের বিরুদ্ধে চলা অভিবাসীদের বিক্ষোভস্থল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এ দাবি এখনো প্রমাণিত হয়নি।
লেসবোসের ডেপুটি গভর্নর আরিস হাতিজিকোমনিনোস স্থানীয় রেডিওকে বলেছেন, অগ্নিকাণ্ডে শরণার্থী শিবিরটি পুরোটা ধংস হয়ে গেছে।