ভারতের আরও একটি ড্রোন ভূপাতিত

প্রকাশিত: 10/09/2020

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের আরও একটি ড্রোন ভূপাতিত

ভারতের সেনাবাহিনীর একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় বাহিনীর একটি ড্রোন কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে পাকিস্তানের আকাশ সীমায় ঢুকেছিল। একারণে সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে।

পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহযোগিতায় ড্রোনটিকে ভূপাতিত করা হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে। চলতি ২০২০ সালে এ নিয়ে ভারতের ১১টি ড্রোন ধ্বংস করলো পাকিস্তান।

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে উত্তেজনা নিত্যনৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। দুই দেশই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে আসছে। ২০০৩ সালে দুই দেশ নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতির বিষয়ে চুক্তি সই করলেও বাস্তবে সেখানে উত্তেজনা ও সংঘর্ষ লেগেই রয়েছে। সূত্র :পার্সটুডে।

আরও পড়ুন

×