প্রকাশিত: 12/09/2020
ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে ১২টি অঙ্গরাজ্যে ছড়িয়েছে আগুন। পুড়ে ছাই হয়ে গেছে ছোট ছোট কয়েকটি শহর। দাবানলে এ পর্যন্ত প্রাণ গেছে ২৩ জনের। তীব্র বাতাস এবং উষ্ণ আবহাওয়ার কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আগস্টের মাঝামাঝি সময়ে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে শুরু হওয়া এ দাবানল ছড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যে। শতাধিক দাবানলে বিপর্যস্ত বিপুল বনাঞ্চল।
ক্যালিফোর্নিয়ায় তাণ্ডব চালাচ্ছে অন্তত ২৫টি বড় ধরনের দাবানল। দাবানলের পাশাপাশি ভয়াবহ তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে। দাবানলে এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় ২০ লাখ একর বনভূমি পুড়ে গেছে।