ক্যান্সার আক্রান্ত জননীকে বিশ্বনাথ এইড ইউকে’র ১ লাখ টাকা অনুদান প্রদান 

প্রকাশিত: 06/10/2019

বিশ্বনাথ প্রতিনিধি

ক্যান্সার আক্রান্ত জননীকে বিশ্বনাথ এইড ইউকে’র ১ লাখ টাকা অনুদান প্রদান 

সিলেটের বিশ্বনাথে ক্যান্সার আক্রান্ত চার সন্তানের জননী নাছিমা বেগমকে চিকিৎসা সহায়তা হিসেবে বিশ্বনাথ এইড ইউকে’র পক্ষ থেকে এক লাখা টাকা অনুদান প্রদান করা হয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যে অনুষ্ঠিত বিশ্বনাথ এইড ইউকে’র ৩য় চ্যারেটি ফুটবল টুর্নামেন্ট থেকে অনুদানের এই টাকা সংগৃহ করা হয়। রবিবার দুপুরে বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় উপজেলা বিশ্বনাথ ইউনিয়নের পূর্ব শ্বাসরাম গ্রামের আবু সাঈদ’র স্ত্রী নাছিমা বেগমের বাড়িতে গিয়ে তার হাতে অনুদানের টাকা তুলে প্রেসক্লাব নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, কার্য নির্বাহী সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, সদস্য নুর উদ্দিন, মো. আবুল কাশেম, রাজনীতিবিদ জামাল আহমদ, আবুল কালাম রুনু, তানভির হোসাইন, হোসাইন আহমদ প্রবেল।
 

আরও পড়ুন

×