প্রকাশিত: 15/09/2020
বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ভারতে মৃত্যু সংখ্যা ৮০ হাজার ছাড়াল। করোনা আক্রান্ত হয়ে ভারতে গত ২৪ ঘন্টায় এক হাজার ৭০ জন মারা গেছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৮০ হাজার ৭৩৭ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
দেশটিতে গত ১৯ দিনে ২০ হাজারের বেশি মানুষ মারা গেছে।প্রতিদিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে। গত ১৫ দিনে বিশ্বের আর কোনো দেশে এত মানুষের মৃত্যু হয়নি কোভিড-১৯ এ।
ভারতে গত ২৪ ঘণ্টায় ৮৩ হাজার ৮০৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৯ লাখ ৩০ হাজার ২৩৬।
এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় ভারত। এমনকি সুস্থতায়ও দ্বিতীয় স্থানে উঠে এসেছে এশিয়ার দেশটি। করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৪৯ হাজার ১৫২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৯ হাজার ২৯২ জন।