ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে কাশ্মীরের ঐতিহাসিক মুঘল উদ্যান

প্রকাশিত: 15/09/2020

অনলাইন ডেস্ক:

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে কাশ্মীরের ঐতিহাসিক মুঘল উদ্যান

জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় কাশ্মীরের ঐতিহাসিক ছয়টি মুঘল উদ্যানকে অন্তর্ভুক্ত করার জন্য প্রক্রিয়া শুরু করেছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। উদ্যানগুলো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হলে কাশ্মীর উপত্যকায় পর্যটনে আরও অগ্রগতি হবে বলে মনে করছে স্থানীয়রা।

কাশ্মীরের ওই ছয়টি মুঘল উদ্যানগুলা হলো-নিশাত, শালিমার, চশমাশাহী, পরী মহল, আচাবল ও ভেরিনাগ। ইতিমধ্যে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা উদ্যানগুলোর উন্নয়নে পুনর্নির্মাণ কাজের আদেশ জারি করেছেন।

জম্মু ও কাশ্মীরের ফ্লোরি কালচার ডিপার্টমেন্টের পরিচালক ফারুক আহমদ রাথের এএনআইকে বলেন, ‘২০০৫-২০১১ সালের মধ্যে আটটি বাগান পুনর্নির্মাণের জন্য কাজ করা হয়।’

আরও পড়ুন

×